"বুনো হাঁস"

কবি-রফিকুল ইসলাম
একদিন গেলাম হিঁজল বনে
ঘুঘু দেখলাম,
টিয়া আর ময়নার সঙ্গে
বুনোহাঁস পেলাম !
প্রকৃতির আবেশে জড়িয়ে
মেঘের আবির মাখিয়ে,
খোলা আকাশ দেখলাম
রংধনুর পসরা সাজিয়ে !
বুঁনোহাসের মায়ায় জড়িয়ে
নিলাম টেনে বুকে,
সেই হাঁসেরই যন্ত্রণাতে
মরছি ধুঁকে ধুঁকে !
মহা-আদরে কোলে তুলে নিয়ে
করেছিলাম পালন,
সেই হাঁসটা চলে গেল বনে
দিয়ে মহা যাতন !
বুঁনো পশু কভু মানেনা পোষ
মন থাকে না ঘরে,
শত যতনে বাসর সাজালেও
ভুলে যাবে পরে !