"ভালোবেসে জেলে"

কবি-রফিকুল ইসলাম
কষ্ট করে তোমায় পেয়েছি
করেছি আয়-রোজগার,
বিনিময়ে ঠাঁই হলো আমার
অন্ধকার কারাগার !
সকাল থেকে শুরু হয়ে
রাত্রি বাঁজতো বারোটা,
তোমায় দেখে তৃপ্ত হতো
ক্লান্ত এ হৃদয়টা !
প্রতিশোধ কি প্রেমে থাকে
জানতে চাই প্রতি ক্ষণে,
সত্যি কি ভালোবাসা
ছিলো তোমার মনে ?
প্রতিশোধের নেশায় বলো-
'কি সুখ তুমি পেলে'..?
ললাটে আমার এমনই ছিলো-
"ভালোবেসে জেলে" !