এসো ঈদ আনন্দ ভাগাভাগি করি।

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০৫:৪৫ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


____________//রওশন আরা আঁখি


এসো ঈদ আনন্দ ভাগাভাগি করি

পবিত্র ঈদুল ফিতরে দুস্থদের সাহায্য করি।


জয় হোক ভ্রাতৃত্বের মেলবন্ধন,

দূর হোক অশুভ,দূর হোক কূ ইন্ধন। 


অসহায়ের মুখে ফুটুক আনন্দের হাসি,

জয় হোক মানবতার,জয়ী হোক বিশ্ববাসি। 


ধনীদের মাঝে আছে দারিদ্রের হক,

তাদের প্রাপ্য বুঝিয়ে দেই,

দারিদ্রতা বিলীন হোক।


সময়ের প্রয়োজনে একে অপরের কাছে ঋণি,

যাদের সেবায় হয়েছি বিত্তের মালিক

 তাদের কাছে টেনে আনি।


পাওনা মিটিয়ে দেই

,তারা ও সামিল হোক আনন্দক্ষণে,

একই সাথে আনন্দ উৎসবে ভাসি মোরা

 জীবনের জয় গানে।


নতুন পোশাকে সাজিয়ে দেই

 ফুট পাতের উদোম  শিশুটিকে,

ওর মনে ও ঈদের আনন্দ উঠুক জেগে। 


যারা একবেলা খেতে পায় না,

যারা অনাহারী, 

ফিরনি, সেমাই,বিলিয়ে দেই

সেই দরিদ্রের বাড়ি।। 


হিংসা বিদ্বেষ ভুলে যাই,

আপন পর সকলকে কাছে টেনে নেই।


কোলাকুলি করি মোরা সকলের সাথে,

নেই ধনী, দরিদ্রের ভেদাভেদ,

সকলে ঈদ আনন্দে উঠি মেতে।।। 


 ঈদুল ফিতরে,ধণী দরিদ্র,সকলের মনে থাক

 আনন্দের জোয়ার,

এসো ঈদ আনন্দ ভাগাভাগি করি

, সকলে পালন করি,ঈদুল ফিতর।