যুবক-খন্দকার সালাউদ্দিন রানা

 প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১০:৫০ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


হে যুবক! তুমি তো অক্ষম নও তবে কেন আছ
নিরব?তোমার শরীরে এখনউষ্ণ রক্ত
আছে প্রবাহমান,তবে কেন দেখি সকল
কাজে তোমার পিছুটান?তোমার
বাহুতে কি নেই বল?কব্জিতে কি নেই
শক্তি?তবে কেন কর তুমি দূর্বলদেরকে
ভক্তি?তুমি কেন থাকবে পড়ে দূর্বলদের
স্তরে?তুমি কি চাও না সম্মানের
সাথে মাথা উঁচু করে দাঁড়াতে?তুমি
কি চাও না মিথ্যার অবসান ঘটাতে?
তুমি কি চাও না সত্যকে উদ্ভাসিত
করতে?তাহলে কেন তুমি অলসের মত
নিস্তব্ধ!উচুঁ কর তোমার হস্ত,ভেসে
তোল কলমের শব্দ,দৃষ্টি তোমার প্রখর,আর
বজ্রের ন্যায় কণ্ঠস্বর।তীক্ষ্ণ তোমার
বুদ্ধি,করতে পার আত্মশুদ্ধি তুমি কি
পার না দৃষ্টিকে কাজে লাগাতে ?
তুমি কি পার না বুদ্ধিকে ঘাটাতে?
          (সংক্ষিপ্ত)