হাসি মুখে মৃত্যু - সাজ্জাদ হোসেন সাখাওয়াত

দিকদিগন্ত থেকে নিরন্তর খবর আসে মৃত্যু
খবর শুনি পাড়াপড়শি বিজ্ঞ আর শত্রু।
আমি হাসি মুখে প্রাণ বারবার দান করছি
৫২ই, ৫৬ই,৬৯ই,৭১ই আমি হাসি মুখে মরেছি।
আমি আমার দেশের জন্য হাসি মুখে
বুকে নিয়েছি রাইফেলস শত গুলি।
একটু দুঃখ-কষ্ট পাইনি, পাইনি ভয়
দেশের ভালবাসায় একটু হয় নাই অক্ষয়।
রাজপথে বিশ্ববিদ্যালয় পথে- প্রান্তর -তেপান্তর
গ্রাম শহর অফিস আদালত বন্দর,
হাসি মুখে দেশের জন্য দিয়েছি আমি প্রাণ
আমার মতো আরো আছে দেশের সূর্য সন্তান।
রক্ত দিয়েছ, দিয়েছি তাজা প্রাণ
দেশের জন্য কেড়ে নিয়েছি শুকুরের জান।
রক্ত সাগর পাড়ি দিয়ে রক্ষা করি দেশের সম্মান
হে তরুণ, তোমরা ইতিহাসে পাবে তার প্রমাণ।