একদিন পৃথিবী সুস্থ হবে -সাজ্জাদ হোসেন সাখাওয়াত

জানি,পৃথিবী একদিন সুস্থ হবে,তবে কবে?
দিনদিন বাড়ছে বাতাসে লাশের গন্ধ, লাকডাউন মানে বন্ধ।
পৃথিবীতে লাশের তালিকা হচ্ছে মহামারি,
নিরবে অশ্রুজল ঝরেছে অবিরত, আর কত?
-
আর কতকাল, হিসাব কষে বলতে পারা কঠিন,
মানুষের আর্তনাদ আমরা বাঁচতে চাই
আমরা বাঁচতে চাই, খাদ্য নাই, কি উপায়?
ঔষধ! আবিষ্কারের খোঁজ, করছে রোজ।
-
আতংকিত শহর গ্রাম পাড়া মহল্লার সর্বসাধারণ
হাসি মুখে মিছে সুখে না থেকে করছে মৃত্যু বরণ।
আর কত লাশ লাগবে পৃথিবী সুস্থ হতে?
আর কত দিন,এই বলেই মানুষ আজ ক্লান্ত।
-
মানুষ আজ বড্ড বেশী ভয় পায়,
এই ভয় শুধু বাঁচার জন্য, মৃত্যু জন্য নয়।
অশান্ত পৃথিবী জন্য আমরা দায়ী আমরা দুষী,
হত্যা, ধর্ষণ, পাপ, রাহাজানি, করে দিই অট্টহাসি।
সত্যি আমরা দোষী।
-
জানি একদিন নতুন সূর্য উঠবে,পৃথিবী সুস্থ হবে,
তবে মানুুষ ভুলে যাবে গত হয়ে যাওয়া ঘটনা,
আবার হরদম চলবে পাপ করবে রটনা।
অজুহাত দিবে হাজারো মুছে যাবে মহামারি
আবার শুরু হবে যুদ্ধ হাতে নিবে তরবারি।
-
কলকারখানা চলবে শ্রমিক হবে নির্যাতিত
ধর্ষণের পক্ষে লড়বে উকিল শতশত
আবার তৈরি হবে নিত্যনতুন গোলাবারুদ সত্য হবে বন্ধ,
মানুষ হবে মিথ্যা সুখে অন্ধ।
খাদ্য, ঔষধ, বেজাল হবে, আসবে আবার খবর।
নিরবে আমরা চোখ বুঝবো, পিতা দিবে পুত্র'কে কবর।
-
মসজিদ মন্দির উপাসনালয় পুনরায় থাকবে খালি
মদের আড্ডায় নৃত্য তালে দিবো আবার তালি।
ভুলে যাবো আজকের লাশের মিছিল,
কি হয়ে ছিল অবাক !বস্তুত এটি মানুষের ধর্ম।
মানুষের পাপে আসে মহামারি এটি মানুষের কর্ম।