অহংকার -ডি.আর:সুমন পিয়াস

বাবার টাকায় শিক্ষা আমার
তোমার টাকায় নয়,
আমার জীবন তোমার পিছে
করবো কেন ক্ষয় ।
করবো কেন তোমার সেবা
মরবো কেন আমি,
আমার জীবন তোমার চেয়ে
ঢের পরিমাণ দামি ।
ঢের পরিমাণ উঁচু আমার
বিদ্যা নামের চূড়া,
হাত দেব না তোমার শরীর
মরণ ফাঁদের সুরা ।
মরণ ফাঁদে যাও কেঁদে যাও
কী আসে যায় তাঁতে,
ঘর গোছাবো রূপ সাজাবো
তেল মাখাবো ভাতে ।
তেল মাখানো ঈশ্বর ডাকে
কান দেব না আর,
মরণ থাবা আমায় ভাবায়
যার জীবন তার তার ।
যার জীবনে নেই ঝামেলা
তার পিছে না আসো,
যাও উড়ে ওই ক্ষিপ্ত হাওয়ায়
খোদার পথে ভাসো ।
খোদার পথে যাওয়ার কালে
চালাও খানিক আড়ি,
পাঠায় যেন এবার তোমায়
বিজ্ঞান জানা বাড়ি ।
সাজেশন দিবে অামি,
তোমাদের তরে,
থাকো যেনো তোমরা সবাই,
নিজ ঘরে ঘরে।