গুইমারাতে সেনা অভিযানে ১১০ লিটার মদসহ ২জন আটক

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানের মাধ্যমে ১১০ লিটার বাংলা মদ সহ ২জনকে আটক করা হয়েছে। দুপুর দেড়টার দিকে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্জেন্ট মাহবুব এর নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল খাগড়াছড়ি হতে ফেনী গামী শান্তি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৯০৯) তল্লাসি করে ২টি বস্তা মোড়ানো অবস্থায় ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ সহ দীঘিনালার বাসিন্দা মোঃ বাবুল (৩৮) ও মোঃ আব্দুল হালিম (৩৫) নামক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মদসহ ব্যক্তিগণকে গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়। তাদের বিচারিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ ও আইন এর আরও খবর: