শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যেন রাজপথে নামতে না হয় - জামায়েত নেতা এম.জামান খান

 প্রকাশ: ০১ মে ২০২৫, ০১:৫২ অপরাহ্ন   |   রাজনীতি


সাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালকিনি ও ডাসার উপজেলা শাখার  উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের তিন আসনের জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা রুস্তম আলী হাওলাদার। সভাটি শেষে একটি  র‍্যালী অনুষ্ঠিত হয়।  র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালকিনি পুরান বাজার হয়ে মাছ বাজার গিয়ে শেষ হয়।এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক এম জামান খান তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার ছাড়া অন্য কোন বিকল্প নেই। ইসলামিক অর্থনৈতিক নীতিমালার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সরকারের উদ্দেশ্য বলেন, শ্রমিকদের যেন তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে না হয় তাই অনতিবিলম্বে শ্রম আইন সংস্কার করে ইসলামিক অর্থনীতির আলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

রাজনীতি এর আরও খবর: