দেশের গনতন্ত্র স্বাধীনতা ও অর্থনীতিতে শ্রমিকের অবদান অপরিসীম--খোকন তালুকদার

সাহাদাত ওয়াশিম,কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কালকিনি উপজেলা শ্রমিক দলের আয়োজন বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় উপজেলার পুরাতন কোট চত্বরের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা শ্রমিক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলার পুরাতন কোট চত্বরের সামনে শেষ হয়।
পরে সেখানে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আমরা জানি বাংলাদেশ গনতন্ত্র, দেশের স্বাধীনতা, দেশের অর্থনীতিসহ সকল বিষয়ের সাথে এদেশের শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে দেশের অর্থনিতিতে শ্রমিকের ঘাম ও শ্রমের সম্পর্ক সবচেয়ে বেশি। এদেশের অর্থনীতি গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। আর আমার শ্রমিক ভাইয়েরা সেই শিল্পের চালিকা শক্তি। তাই দেশ বাঁচাতে হলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য দেশে অতি দ্রুত একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দরকার,তাই বর্তমান সরকারের প্রতি অতি দ্রুত সুষ্ঠু সুন্দর নিরপক্ষ একটি নির্বাচন দেয়ার আহবান জানান।