মহান মে দিবসে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

 প্রকাশ: ০১ মে ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন   |   রাজনীতি


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে  সিরাজগঞ্জের সলঙ্গা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে এক র‌্যালি বের করা হয়।সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল করিম দুহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ের সাধারন সম্পাদক

 মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,মাসুদুল হক হাসু,গিয়াস উদ্দিনসহ অনেকে।বক্তারা বলেন,প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক,দূর হোক সকল বৈষম্য।আজ পহেলা মে দিবস, মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ।বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে।শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সলঙ্গা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্য সব সময় শ্রমিকদের পাশে থাকবে এবং শ্রমিকদের ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করার উদাত্ত আহবান জানান।

রাজনীতি এর আরও খবর: