সিরাজগঞ্জের নাটুয়ারপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে ৩০ লক্ষ টাকার প্রতারণা

 প্রকাশ: ১৬ মে ২০২২, ০২:২২ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ  গ্রাহকের প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে গাঁ ঢাকা দিয়েছে ঐ শাখার টেইলর শাকিল রেজা ওরফে (জোবায়দুল)। চলতি বছরের ২৫ শে মার্চ বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নানাভাবে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে জোবায়দুলের পরিবার। 

অভিযুক্ত শাকিল রেজা নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের মন্টু মিয়ার ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, পলাতক জোবায়দুল নাটুয়ারপাড়া ইউনিয়নের গুলেরমোড় বাজারে সুলতান মাহমুদের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতো, কাজের সুবাধে সকল অর্থনৈতিক লেনদেন থাকতো জোবায়দুলের হাতে। এজেন্ট ব্যাংকিং সেবা নিতে আসা গ্রাহকদের ভূয়া রশীদ প্রদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো জোবায়দুল, এছাড়াও ব্যবসায়িক সুবাধে নানা সময় ব্যাংকিং সুবিধা প্রদানের কথা বলে বিভিন্ন জনের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে বলেও জানা যায়। আত্মসাতকৃত টাকা ফেরত পেতে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 


এদিকে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা জোবায়দুলের সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জোবায়দুল এলাকায় সক্রিয় জুয়াড়ী দলের সদস্য, মূলত জুয়ার টাকার জোগান দিতেই গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছে। 


এ বিষয়ে বলেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং নাটুয়ারপাড়া শাখার স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বলেন, জোবায়দুল আমার দোকানের একজন কর্মচারী ছিলেন, সকল টাকা পয়সার হিসাব তাঁর কাছেই থাকতো, ঘটনার দিন টাকা নিয়ে উধাও হবার পর থেকেই জোবায়দুলকে ফোনে যোগাযোগের করার চেষ্টা করেও পাইনি। জোবায়দুলের পরিবারকে বিষয়টা জানানোর পরে তারা ক্ষতি পূরণ দেবার প্রতিশ্রুতি দিলেও তা করেনি। যেসকল গ্রাহককে রশীদ প্রদান করে প্রতারণা করেছে তাঁদের ইতোমধ্যে প্রায় ১০ লক্ষ টাকার মতো পরিশোধ করেছি"। তিনি আরও জানান ঘটনার পর দিনই এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঔ সময়ে দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন।


এদিকে অভিযুক্ত জোবায়দুলের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি, ঘটনার সময় থেকেই এখন পর্যন্ত জোবায়দুলের কোন খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

জেলার খবর এর আরও খবর: