যশোর ঝিকরগাছার বাঁকড়ায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আসাদুজ্জামান গ্রেফতার।

মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ
ঝিকরগাছা উপজেলার ১১নাম্বার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র আসাদুজ্জামান নামের এক ব্যক্তি কে গত কাল সন্ধ্যা ৭টার সময় কলারোয়ার শাকদাহ গ্রাম তার শ্বশুর বাড়ী থেকে আটক করেছেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। মালা সুত্রে জানা যায়, আসাদুজ্জামান ১৮০পিস ফেন্সিডিল সহ ২০১২ সালে নড়াইল জেলায় আটক হন। আটক সুত্রে মাদক দ্রব্য আইনে তার নামে মামলা দিয়ে কোর্টে সোপার্দ করেন নড়াইল পুলিশ। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আটকের অদ্যবদি পর্যন্ত আসামী পলাতক ছিলেন। যে মামলায় সাজা হয়েছে,
পি-১২৯/২৫ যশোর ফরম নং ৩৯০৫সি-শনির মাং ২৫৫ (শেখ ১২/০৫/২৫ টি ক্রিমিনাল প্রসেস ফরম নং ১২। ১৮/১৩সন। স্মারক নং ৫১৫/২৫ ২৫৯/১২ / সদর কোর্ট, নড়াইল মোর মামলা গ্রেফতারী ওয়ারেন্ট ২২২০ পুলিশ সুপারের কার্যালয় ২০প্রাপ্ত হইল (১) যে সকল আর সুমিণ সুগার (প্রশাসন ও অর্থ) উক্ত ব্যক্তিকে এই ওয়ারেন্ট তামিল করিতে হইবে তাহার এক (অপরাধ) বা তাহাদিগের নাম ও পদ। প্রস্তুতকারী ১ম আদালত নড়াইল। পুলিশ সুপার নড়াইল১৯৯০ এর ১১ আসামী আসাদুজামান পলাতক) রুহল আমিন, সাং- ছোট পোদাউলিয়া থানা ঝিকরগাছার বিরুদ্ধে আনীত সত্য নিয়মিত অর্থ: ১৯(১) টেবিলের ৩(খ) ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকেজাবজ্জীবন সাজা ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ি বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করা হলো (তিন) (২) অপরাধ বর্ণনা করিবেন। (২) স্বাক্ষরে সিডিএমএস এন্ট্রি অপরাধের নালিশ হইয়াছে, কোর্ট পুলিশ পরিদর্শক কে অতএব আপনার মামলা কোড... কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হল ওয়ারেন্ট কোড ২ নড়াইল কোর্ট। বাঃ- ৬৩৫ (১০)ভি পুলিশ সুপার যশোর। হিলিশ স ৬৫১৯/২০
জানতে চাইলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এএসআই শামিম বলেন, আমরা বেশ কিছুদিন ধরে সাজা প্রাপ্ত এই আসামীকে খুজে পাইনা। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলারোয়া থানার শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ীতে আসামীর অবস্থান। গতকাল সন্ধ্যায় আমি অতি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে আসামী তার শ্বশুর বাড়ীতে আছে, আমি দ্রুত ফোর্স নিয়ে শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ীতে যায়,আসামী পালানোর চেষ্টা করলেও আমি ফোর্স সহ আসামীকে আটক করি। জানতে চাইলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শামিম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে গতকাল সন্ধ্যায় আটক করছেন। কোর্টের নির্দেশ মোতাবেক আসামীকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।