যশোর ঝিকরগাছা থানাধীন গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রাম থেকে ৩২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ যশোর

মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ
ডিবি যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ আলী মিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ১৩/০৯/২০২৫খ্রিঃ তারিখ ১৮.২০ ঘটিকার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ৪নং গদখালী ইউনিয়নের ৪নং পটুয়াপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনোয়ার মল্লিক এর চায়ের দোকানের সামনে ঢালাই রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ বাবলু রহমান (৪৪) এর পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের ডান পকেট হতে ১৭০ (একশত সত্তর) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী ২। মোঃ তরিকুল ইসলাম (৪৪) এর পরিহিত কালো রংয়ের প্যান্টের সামনের ডান পকেট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (১৭০+১৫০)= ৩২০ (তিনশত বিশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০০৩২০)= ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা সহ গ্রেফতার করেন। ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত আসামী মোঃ তরিকুল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলার একাধিক থানায় ০৪(চার)টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/বাবলা দাস বাদী হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ বাবলু রহমান (৪৪), পিতা- মৃত মতিয়ার রহমান, মাতা- মোছাঃ সালেহা খাতুন, সাং- চাচড়া চেকপোষ্ট (পশ্চিমপাড়া শ্রমিক অফিসের পিছনে), থানা- কোতয়ালী মডেল, জেলা-যশোর।
২। মোঃ তরিকুল ইসলাম (৪৪), পিতা- মোঃ শামসুর রহমান, মাতা- মৃত রাহিমা খাতুন, সাং- কাগমারী (কাগমারী জামে মসজিদের পিছনে), থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
উদ্ধারঃ
সর্বমোট (১৭০+১৫০)= ৩২০ (তিনশত বিশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০০৩২০)= ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা।