মুজিব বর্ষের অঙ্গীকার,বীমা হোক সবার।

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ।

যাকে বাদ দিলে বাংলাদেশ অস্তিত্বহীন তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আর তিনিই হচ্ছেন আমাদের বীমা পরিবারের সদস্য।শুধু তাই নয়,দেশের প্রথম রাষ্ট্রপতি,শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ,মেয়র হানিফ ও বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই পরিবারেরই একজন গর্বিত সদস্য।এছাড়া,তৎকালীন সময়ে বহু আওয়ামী লীগ নেতাকর্মীকে বঙ্গবন্ধু বীমা কোম্পানিতে চাকরি দেন ও সেখানে বসেই মহান স্বাধীনতা সংগ্রামের চক-কৌশল ঠিক করেন।


এছাড়াও,বাঙালির স্বাধিকার আন্দোলনের ঐতিহাসিক ৬ দফা রচনা,মুক্তিযুদ্ধের স্বপক্ষে আওয়ামী লীগ সরকারের ট্রাস্টি ফান্ডে বীমা কোম্পানিগুলোর অর্থের যোগান দেয়া,জনমত সৃষ্টি করা,বঙ্গবন্ধুর দু'বার বীমা পেশায় আসা,বীমা কোম্পানিতে জীবিকার মাধ্যমে সংসার চালানো ও ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির জায়গা ক্রয় এবং অবকাঠামো নির্মাণ,মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাঠামো সৃষ্টি ইত্যাদিসহ মহান স্বাধীনতা সংগ্রামের বেশ কয়েকটি স্মৃতিবিজড়িত সেক্টর বীমা।


বঙ্গবন্ধুর নেয়া বিভিন্ন পদক্ষেপে রাষ্ট্রের অমূল্য সম্পদ ইন্স্যুরেন্স কর্পোরেশন আইন-১৯৭৩ প্রণয়ন ও নীতিমালা চূড়ান্ত করা,বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি গঠণ,ইত্যাদি,পথ-পরিক্রমায় আধুনিকায়ন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রজ্জ্বলিত কারিগর দেশরত্ন,শেখ হাসিনার নেয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ,সময়োপযোগী নানাবিধ কার্যকরী উদ্যোগে আধুনিক বীমা খাতের অমূল্য সম্পদ ২০১০ সালের ১২ নং আইনে আধুনিক বীমা আইন সংশ্লিষ্ট ১৩ নং আইনে IDRA গঠণ,২০১৪ সালে জাতীয় বীমা নীতি,২০২০ সাল থেকে বিশ্বের বহু রাষ্ট্রের মতো দেশের একমাত্র অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা পেশায় যোগদানের দিনটিকে এদেশের বীমাখাতের গৌরবময়  স্বরণে প্রতি বছর ১লা মার্চ "জাতীয় বীমা দিবস" পালন,একজন বীমা স্কলারের মতো প্রধানমন্ত্রীর জ্ঞানগর্ভ বক্তব্য ও দিকনির্দেশনা,ইত্যাদি,আজকের বীমাখাতে আধুনিকায়নের কিংবদন্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী,শেখ হাসিনা।


"জয় বাংলা।"

"জয় বঙ্গবন্ধু।"

"জয় বঙ্গবন্ধু কন্যা।"

"বাংলাদেশ চিরজীবী হোক।"


#কোড:-জাতির পিতা বীমা কোম্পানিতে চাকরি করতেন এবং আমি অবসরে যাওয়ায় পর বীমা কোম্পানিতে যেন আমার জন্য একটা চাকরি থাকে।--- বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের সমাপ্তির কর্ণধার,শেখ হাসিনা।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: