প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন   |   শিক্ষা


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের ডাসার উপজেলার ১১নং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানেকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা এবং কালকিনি উপজেলার শ্রেষ্ঠ সভাপতি (২০২২ইং) নির্বাচিত হওয়ায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক কালকিনি ও ডাসার উপজেলার সমন্বয়ে গঠিত ভূরঘাটা প্রেসক্লাবের বাব-বার নির্বাচিত সফল সভাপতি এবং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. জাফরুল হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ম্যানিজিং কমিটির সভাপতি মো. জাফরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক মো. নিজাম উদ্দিন ঢালী, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন সরদার, মো. মাহবুবর রহমান মামুন, প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, মো. শাহআলম, মো. হেলাল মুন্সী, কনিকা রানী মিত্র, মোসাঃ গুলসানারা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহিদ হাসান, সাংবাদিক ম.ম. হারুন অর রশিদ, মোঃ জিয়াউদ্দিন (শেখ লিয়াকত) সাহাদাৎ হোসেন ওয়াসিম,  শিক্ষক সৈয়দ খায়রুল হাসান, রুনুয়ারা খানম, সিমা বাগচী, সুজন মজুমদার ও ববিতা রানী পান্ডে প্রমুখ।

শিক্ষা এর আরও খবর: