গুইমারায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কোরান শরিফ ছবক প্রদান

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ অপরাহ্ন   |   শিক্ষা



গুইমারা প্রতিনিধি :


খাগড়াছড়ির গুইমারায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুইমারা উপজেলার ১১টি কোরান শিক্ষা কেন্দ্রের ২০৫ জন সফল শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ছবক প্রদান করা হয়।


বুধবার(২০ডিসেম্বর) সকালে গুইমারা দাখিল মাদ্রাসার হলরুমে হাজাপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ গোলাম মোস্তফার সঞ্চালনায়, ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অঙ্কার বিশ্বাস।


এছাড়াও বিশেষ অতিথি ছিলেন গুইমারা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাও: জায়নুল আবদীন,গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওঃ ক্বারী ওসমান গনি, ছাত্র ছাত্রীর অভিভাবক, গণ্যমাণ্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসময় সমকালীন প্রেক্ষাপটে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা, যৌতুক- বাল্যবিবাহ ও মাদকাসক্তি প্রতিরোধে সরকারকে সহযোগিতার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত ও সকল গণমানুষের ভুমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান উপজেলা কৃষি অফিসার অঙ্কার বিশ্বাস। সবক পাঠ করেন, মাওলানা কারী ওসমান গনি সাহেব।


দিদারুল আলম,গুইমারা প্রতিনিধি :

শিক্ষা এর আরও খবর: