কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন   |   শিক্ষা


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

আজ সকালে (৪ মার্চ)  ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, প্রধান শিক্ষক নিজামুদ্দিন ঢালী সহ অন্যান্যরা। 

এসময় উপজেলার বিভিন্ন স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

এ সময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা নানান স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে দুই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসের প্রথম সোমবার একযোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। 

শিক্ষা এর আরও খবর: