কালকিনিতে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে ৮৬নং দক্ষিণ বাঁশগাড়ী পরিপত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) বিকেলে অনুষ্ঠানের সমাপনী দিনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি লেফাজ উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান। এছাড়াও উপজেলা বিভিন্ন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ে শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।