কালকিনিতে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন   |   শিক্ষা


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে সততা সংঘের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন, মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএম হেমায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক, মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী উপ-পরিচালক নাহিদ ইমরান শাওন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জমান, একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আফরোজা বেগম, সাধারণ সম্পাদক নারগীস আক্তার জাহান, সদস্য সাংবাকিক মো. জিয়াউদ্দিন লিয়াকত, রফিকুল ইসলাম মিন্টু, মমতাজ বেগম, সহ কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

শিক্ষা এর আরও খবর: