গোপালগঞ্জ মুকসুদপুর পৌরসভায় টিআর ও কবিখার মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৯:১৩ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা



শহিদুল ইসলাম শহিদ,

গোপালগঞ্জের  মুকসুদপুর উপজেলায়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ ৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার সময়ে মুকসুদপুর - কাশিয়ানী উপজেলার উন্নয়নের রুপ কার,  গোপালগঞ্জ ১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশস্ত  কর্মী মোহাম্মদ ফারুক খান এমপি মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলার  পৌরসভাধীন ৯ টি ওয়ার্ডে  বাংলাদেশ সরকারের গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষে কাবিখার ৫ লক্ষ টাকা, টিআরের ৪ লক্ষ ৫০ হাজার টাকা, ৬ টন চাউল ও  ৮ টন গমের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ  বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।  এ সময়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া , যুগ্ন সাধারণ সম্পাদক এম,এম মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সি, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন,ধর্মবিয়য়ক সম্পাদক মোঃ সফিকুজ্জামান সবুজ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বরকত খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লা।এসময়ে ৯ টি  ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের  সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: