মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী বাজারে টিসিবি কার্যক্রম উদ্বোধন।

মোরেলগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজানকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্দোগে টিসিবি প্যাকেজে বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন টিসিবি কার্যক্রম উদ্বোধন কার হয়েছে।২২ এপ্রিল উপজেলার দৈবজ্ঞহাটী বাজারে টিসিবি প্যাকেজে বিতরন করাহয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মো: শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা মো: মারুফ বিল্লাহ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংশ্লিষ্ট ট্যাক অফিসার, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
টিসিবি ডিলার জানান, ৫ কেজি সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল। প্রতি কেজি তেল ৮০ টাকা, ছোলা ৬০ টাকা, চিনি ৫০ টাকা ও মসুর ডাল ৫০। ৪০০ নারী-পুরুষকে এ টিসিবি পণ্য কিনতে পারবেন। এ টিসিবি পণ্য কিনতে উপঁচে পড়া ভিড় দেখা গেছে। পবিত্র রমজান মাসের সারা মাস এ টিসিবি পন্য বিক্রি কার্যক্রম চলবে বলে জানান তিনি।