ঈদের আগে খুলছেনা গোপালগঞ্জের শপিং মার্কেট।

 প্রকাশ: ১০ মে ২০২০, ১২:৫৮ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


নিজস্ব প্রতিনিধিঃ



আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু মহামারি করোনাভাইরাস উদ্বেগজনকহারে বিস্তারের কারণে গোপালগঞ্জ শহরের  সব মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। তবে অনলাইনে কেনা বেচা করতে পারবে। হকাররা শেখ কামাল স্টেডিয়ামের পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা কেনা করতে পারবে।

ব্যবসায়ীরা জানান, আগামী ১০ মে থেকে দেশের সব মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু এখন রোজার এ মাঝামাঝি সময়ে মার্কেটে ক্রেতা থাকবে না। তাই এ করোনাভাইরাসের সময়ে খুলে কোনো লাভ হবে না। উল্টো আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। তাই মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন খোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, চেম্বার অব কমার্স এর সভাপতি কাজী জিন্নাত আলী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: