করোনা ভাইরাসের কারণে চার মাসের দোকান ভাড়া মওকুফ করলো উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

হাফিজুর রহমান কাশিয়ানী, (গোপালগঞ্জ)
মহামারী করোনা ভাইরাস পৃথিবীর সকল দেশেই সংক্রমিত হয়।বিপাকে পড়ে কৃষক, দিনমজুরসহ ব্যাবসায়িকরা। লকডাউনে অধিকাংশ সময় দোকান বন্ধ থাকায় বিপাকে পড়ে দোকানদার যার কারণে দোকান ভাড়া দেওয়া কর্মচারী বেতন সহ বিভিন্ন খরচ চালাতে হয়।এসময়ে চার মাসের দোকান ভাড়া মওকুফ করলো কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাইম হাসান উদয় মিয়া।
তিনি পিপলস নিউজ২৪ কে জানান, মহামারী করোনা ভাইরাস যতদিন থাকবে আমার এলাকার কোন মানুষ না খেয়ে থাকবে না।
তিনি আরও বলেন, আমি ও আমার সংগঠন এলাকার অসহায় মানুষদের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করব। করোনা মোকাবেলায় মানুষের পাশে থেকে বৃক্ষরোপণ, রক্তদানসহ সামাজিক কর্মকান্ডের সাথে সবসময় মানুষের পাশে এগিয়ে আসবো।