টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান এর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পগুচ্ছ অর্পন।

 প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১০:৪৩ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পগুচ্ছ অর্পন করেন আজ ২৭ জুলাই সোমবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ(বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে অভিমত লেখেন ও স্বাক্ষর করেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: