গোপালগঞ্জে একজন মানবিক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান।

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২০, ১২:০৯ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ অফিসঃ  করোনা মহামারিতে সারাদেশে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ নিয়ে যখন নানা অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তখন অসহায়-দুস্থদের সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি নিজ উদ্যোগে দেড় হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউপির চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান চৌধুরী।করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত কয়েক ধাপে প্রায় ১১শ’ প্যাকেট খাদ্য সহায়তা অসহায়-দুস্থ পরিবারের বাড়িতে পৌঁছে দিয়েছেন সূর্য শিশির ফাউন্ডেশনের সদস্যরা। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ১টি সাবান। তৃতীয় ধাপে গত রমজান মাসে প্রতিটি প্যাকেটে অন্যান্য সামগ্রীর সঙ্গে ৫০০ গ্রাম ছোলাও দেয়া হয়। এদিকে রমজান মাসজুড়ে ‘এক বেলার আহার’ ব্যানারে প্রায় ২ হাজার পথচারীকে ইফতার করিয়েছেন সূর্য শিশির ফাউন্ডেশনের সদস্যরা। এছাড়া ‘ঈদের খুশি বিতরণ’ ব্যানারে সাড়ে ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন তারা। প্রতিটি প্যাকেটে ১ কেজি পোলাও এর চাল, ৩০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি ও ১টি কনডেন্সড মিল্ক দেয়া হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউপির হতদরিদ্র পরিবারের সদস্যরা জানান, সরকারি সব ত্রাণ সহায়তা স্বচ্ছতার সঙ্গে তারা বুঝে পেয়েছেন। এছাড়াও, যারা সরকারি ত্রাণ সহায়তা পাননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান ও তার সংগঠনের সদস্যরা। দেশের সব জনপ্রতিনিধি এমন মানবিক হলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। গোবরা ইউপি চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের দিক নির্দেশনায় করোনা মহামারির শুরু থেকে নিজ উদ্যোগে সূর্য শিশির ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে অসহায়-দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। অতীতে আমরা বিভিন্ন সময়ে তৃণমূল অসহায় মানুষদের পাশে থেকেছি। সরকারি সহায়তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার পাশাপাশি মানবিক সব কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: