মুকসুদপুরে প্রধানমন্ত্রীর ত্রান উপহার ঘরে ঘরে পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন।

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ০৮:৩০ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা



গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার খান্দিরপাড়, বহুগ্রাম, উজানী, বাশবাড়িয়া, গোহালা ইউনিয়নে ১ হাজার পরিবারকে ২০ কেজি চাল, ৩ শত পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, তেল, ডাল ও ১ প্যাকেট নুডুস। ১৫০ পরিবারকে ২ কেজি চিড়া, সুজি, চিনি, লবন, তেল, ডাল উল্লেখিত ইউনিয়ন পরিষদে বিতরন করা হয়।



 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফাইজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।


প্রকল্পবাস্তবায়ন অফিসার ফাইজুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী গোপালগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত ১০২৪ টি পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: