গোপালগঞ্জ জেলা লকডাউন

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৪:২৬ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


জেলা প্রতিনিধি ঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলা কে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০ টা থেকে এ ঘোষণা কার্যকর হবে। মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় গোপালগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট সাহিদা সুলতানা জানান, লকডাউনের সময় গোপালগঞ্জে সব ধরনের জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাহির এর কেউ এই জেলাতে আসতে পারবেনা আর কেউ বাহিরে ও যেতে পারবে না।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: