সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বড়াইগ্রামে শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০২:৪৯ অপরাহ্ন   |   আইন আদালত


 নাটোর প্রতিনিধি

উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার( ১৯ অক্টোবর) সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভার মেয়র আলহাজ্ব মাজেদুল বারি নয়নের নেতৃত্ব পৌর চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে লক্ষিকোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরচত্বরে আসে।পরে সেখানে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়  পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ভাই ভাই তাই সাম্প্রদায়িক দোহাই দিয়ে শান্তির জনপদ কে অশান্তি করতে দেয়া হবে না ।


সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক মতিন,বড়াইগ্রাম পৌর আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জিত কুমার কুন্ডু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল সরদার সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

আইন আদালত এর আরও খবর: