বুড়িচংয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের অবৈধ আহ্বায়ক পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মারুফ হোসেনঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের বুড়িচং উপজেলা শাখায় গত ২০ অক্টোবর ২০২১ তারিখে নব গঠিত ৩১ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটির ঘোষণা করা হয়। ২২ অক্টোবর শুক্রবার ২০২১ তারিখে বুড়িচং উপজেলার সাবেক আওয়ামী সেচ্ছাসেবক লীগ কমিটির উদ্যোগে বুড়িচং উপজেলা সদরে সম্প্রতি আহ্বায়ক অবৈধ ও পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে। এবং এ কমিটি ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমন্বয়ে মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও পরিচ্ছন্ন কর্মী দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির না করলে রাজপথে আন্দোলন করতে বাধ্য হবেন বলে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা লিখিত বক্তব্যে জানানা। লিখিত সংবাদ পাঠ করেন সাবেক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ বুড়িচং উপজেলা শাখার কমিটি মাদক সেবী, ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি সারোয়ার আলম পলাশ হত্যা মামলার আসামি এবং অপরিচিত এলাকায় বসবাস করেন এমন লোক দিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২২ অক্টোবর শুক্রবার সকালে বুড়িচং সদরে সংবাদ সম্মেলনে সাবেক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ বুড়িচং উপজেলা শাখার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান তার লিখিত বক্তব্যে পাঠ করে অভিযোগ করেন। গত ২৭ সেপ্টেম্বর ২০২০ইং সালে সম্মাননার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবদুল হাই বাবলু সাক্ষরিত( স্হানীয় সংসদ সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সম্বনয়ে) অনুমোদিত কমটি অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিনা নোটিশে বাতিল করে উক্ত পকেট কমিটি গঠন করে। স্হানীয় সেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় সকলে অবৈধ পকেট আহ্বায়ক কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিল করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ লেলিন পিপু, সিনিয়র সহ সভাপতি মোঃ মির্জা তৌফিক, সহ- সভাপতি মোঃ রমিজ উদ্দিন, সহ-সভাপতি আবদুল মান্নান, ও আবদুল হক, যুগ্ম সম্পাদক নাছির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল আলিম খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলিম, প্রচার সম্পাদক মোঃ জসীম উদ্দিন আবিদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রব, সহ দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ শরীফুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, মোঃ গোলাম জিলানী প্রমুখ।