পরিবহণ ধর্মঘটে হাটিকুমরুলে ভাড়ায় চালিত গাড়ির চালকদের পোয়াবারো

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
টানা তৃতীয় দিনের মত পরিবহণ মালিক,শ্রমিকদের ধর্মঘট অব্যাহত আছে। ফলে ঢাকাসহ বিভিন্ন স্থানে গমনেচ্ছুক উত্তরবঙ্গের যাত্রী সাধারন সলঙ্গার হাটিকুমরুল রোড গোল চত্বরে এসে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। রবিবার সকালের দিকে হাটিকুমরুল রোডে ২-৪ টি গণপরিবহন দেখা গেছে। পরিবহণ ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগের সুযোগ নিয়ে গত তিনদিন ধরে ভাড়ায় চালিত মাইক্রোবাস,মোটর সাইকেল,সিএনজি,ইজিবাইক, অটোরিক্সার ভাড়া দ্বিগুনেরও বেশী আদায় করছেন চালকরা। এতে বাড়তি আয়ের সুযোগ মিলছে তাদের। তাই পোয়াবারো হাটিকুমরুল রোডের এসব গাড়ির চালকদের। যাত্রীরা বলছেন,গাড়ি না থাকায় অনেকটা অসহায় হয়েই মাত্রাতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য স্থলে যেতে হচ্ছে। চান্দাইকোনা হতে হাটিকুমরুলে আসা এক যাত্রী বলেন, সিরাজগঞ্জ যেতে ২০ টাকার ভাড়া ১০০ টাকা নিচ্ছে বাইকাররা। নাটোর বড়াইগ্রাম হতে রোডে আসা এক দম্পতি জানান, বনপাড়া হতে ভেঙ্গে ভেঙ্গে হাটিকুমরুল রোডে এসেছি। ঢাকায় যেতে ২০০-২৫০ টাকার বাস ভাড়া জনপ্রতি ৪০০-৫০০ টাকা গুণতে হচ্ছে। মাত্রাতিরিক্ত ভাড়ার বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে গুরুত্বের সাথে তদারকির অনুরোধ করেন ভুক্তভোগীরা।