মুকসুদপুরে স্বপ্নপুর সংগঠনের আয়োজনে বই বিনিময় উৎসব

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১১:২১ অপরাহ্ন   |   মুকসুদপুর


 কাজী ওহিদ-মুকসুদপুর (গোপালগঞ্জ)থেকেঃ-

"এ পৃথিবী বইয়ের হোক"এই শ্লোগানকে সামনে রেখে বই বিনিময় উৎসবের মত ব্যতিক্রমী কর্মসূচি ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নপুর সংগঠনের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।  “স্বপ্নপুর” সংগঠনের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে  এবং এইচ,এম শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ সীমান। বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম শিমুল, আয়োজন সহযোগী অনলাইন বুকশপ পিয়নের সহ-প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান জয়, ফরিদপুর জেলার ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও ভাংগা কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া, তারেক মাসুদ ফাউন্ডেশেনর সদস্য সচিব সাঈদ মাসুদ,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোঃ  মুস্তাফিজুর রহমান সেলিম, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক কবি,

লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহাবুব হাসান বাবর, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নবদিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশিকুর রহমান রনি,কবি এজাজ হাসান,শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ,মুকসুদপুর উপজেলা অনলাইন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবু, সমাজকর্মী লিটু সরদার, মেহবুবা হোসেন অন্তু এবং সংস্কৃতি কর্মী মোস্তাক খান। বই বিনিময় উৎসব অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বইপ্রেমী ব্যক্তি উপস্থিত হয়ে উভয়ে বই বিনিময় করেছেন।

 একই সময়ে মুকসুদপুর স্বরলিপি প্রতিষ্ঠাতা সভাপতি,বরেণ্য সংগীতজ্ঞ, সংগঠক জিল্লুর রহমান দুলালের আকস্মিক মৃত্যুতে এক স্মরন সভা

অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বক্তারা আলোকিত মানুষ গড়তে বইয়ের গুরত্ব সম্পর্কে আলোচনা করেন। মানবিক,নীতি- নৈতিকতা সম্পূন্ন আলোকিত মানুষ গড়তে প্রতিষ্ঠার শুরু থেকেই স্বপ্নপুর মুকসুদপুরে কাজ করে যাচ্ছে।

মুকসুদপুর এর আরও খবর: