ফুলবাড়িয়া ফুটপাত দখলমুক্তে এলাকাবাসীর যৌথ উদ্যোগে সফল অভিযান

 প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ


রাজধানীর উত্তরার ফুলবাড়িয়া ১নং রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ব্যতিক্রমী অভিযান পরিচালিত হয়েছে। ২৪ জুন (সোমবার) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে স্থানীয়রা নিজ উদ্যোগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কাজ করেন।

ফুলবাড়িয়া ১নং রোডটি একটি ব্যস্ততম সড়ক, যেখানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে দৈনিক প্রায় লক্ষাধিক মানুষের চলাচল হয়। তবে সড়কের দুপাশে অবৈধভাবে স্থাপনকৃত ব্যবসায়ী দোকান ও ভাসমান সবজির ভ্যানের কারণে চলাচল বিঘ্নিত হচ্ছিলো। এতে সাধারণ পথচারীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন।

চলাচলের বাধা দূর করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকের অভিযান পরিচালনা করেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে ফুটপাত খালি করা হয় এবং সড়কের চলাচলের পথ স্বচ্ছ করা হয়।

আমজাদ আইডিয়াল কলেজের অধ্যক্ষ জনাব রাকিব হোসাইনের উদ্যোগে এবং কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সুরুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত এই জনকল্যাণমূলক অভিযানে সরাসরি সহযোগিতা করেন হাজী আব্দুল মালেক, জনাব হাসান আহমেদ (প্রধান শিক্ষক, আমজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), মো. মফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, মো. আবু হানিফ, মো. সফিকুল ইসলাম, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম, মো. জয়, আরাফাত হোসেন, মো. ইমন সহ আরও অনেকে।

অ্যাডভোকেট সুরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য এলাকাবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করা। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

এলাকাবাসী এ ধরনের সচেতনতা ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও একযোগে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

জনদুর্ভোগ এর আরও খবর: