জামালপুরের মেলান্দহে বীরসগুনা গ্রামে ড্রেজার বসিয়ে অন্যের জমি ভাঙ্গন।

শাহীন আলম জামালপুর প্রতিনিধি : ভুক্তভুগী আমিনুর ইসলাম জানান ,আমারছোট ভাই নজরুল গংরা আমার স্বত্ব দখলীয় জোত ভুমি জোর পূর্বক বেদখল করার চেষ্টা করলে আমি ইতি পূর্বে সংশ্লিষ্ট থানায় বিগত ২০-১-১৮ইং তারিখে একটি জিডি করি জিডি নং ৮১০।তারপরেও তারা জমিতে আসার চেষ্ট করলে আমি নিরুপায় হইয়া বিঞ্জ সহকারী জজ আদালতে ২৪/১৮নং অন্য প্রকার মোকাদ্দামা করি ও অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাঞ্জার প্রার্থনা করি ।উক্ত মামলায় বিঞ্জআদালত আসামীগনকে কারন দর্শানোর আদেশ প্রধান করে ।পরে শুনানী সহ ইস্যু গঠনের জন্য দিন ধার্য আছে অতপর বাদী ও বিবাধী পক্ষে সামিল হয়ে শুনানীর জন্য নথী উপস্থাপন করা হয়। উভয় পক্ষের বিঞ্জ কৌশলীর জন্য বক্তব্য শোনে উভয় পক্ষের উপস্থিতে নালিশী ভুমির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। নজরুল ও তার শশুর বাড়ী থেকে লোক জন এনে ২৭/২/১৮ তারিখে আমার ও আমার পরিবারের উপর অত্যাচার ও মারপিট করে রক্ত জরালে এলাকার লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসি মিমাংসা করার চেষ্টা করলেও মিলেনি তা।পরে আমার জীবনের নিরাপত্তার জন্য নজরুল গংদের নামে একটি মামলা দায়ের করি এর পর থেকেই বিভিন্ন মহলে আমার প্রাণনাশের হুমকী প্রধান করে। এর পরওদিঘর্যদিন যাবত নজরুল ও তার সহযোগীরা জমিতে ড্রেজার মেসিন বসিয়ে আমার কিছু আবাদি জমি ভেঙ্গে বালু উত্তলন করে আসছে আমি জমি থেকে বালু উত্তোলন বন্ধের কথা বললেই আমাকে উল্টো হুমকী প্রধান করে।
এবিষয়ে নজরুল ইসলাম জনান ৩ লক্ষ টাকায় আমি শরিফদের কাছে বালু বিক্রি করি কিন্তু সেটা আমার জমি থেকে। বালু উওোলনের ক্ষেত্রে সামান্য পরিমান ভেঙ্গেছে তবে আমি তাদেরকে নিষেধ করব।