নির্যাতিত নিপীড়িত নেতাদের পাশে থাকতে চান ছাত্রদল নেতা - কামরুজ্জামান নাহিন

সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি মেধাবী ছাত্রনেতা কালকিনির কৃতি সন্তান কামরুজ্জামান (নাহিন) তার নিজ এলাকা মাদারীপুরের কালকিনি
উপজেলার সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভাসহ নানান কর্মসূচীরতে অংশগ্রহণ করেন।
১০ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার ভূরঘাটা এলাকা থেকে বিশাল এক মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা বিভিন্ন স্পটে গণসংযোগ চালান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তার গ্রামের বাড়ি মিয়ারহাট যান এবং তার শৈশবের স্কুল মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে করেন।
এসময়ে তিনি বলেন, আওয়ামী দুঃশাসন আমলে আমি একাধিক মামলার আসামী হয়েছি। অনেক বার রিমান্ডে ছিলাম। যারা দীর্ঘদিন নির্যাতন অত্যাচারের শিকার হয়েও জাতীয়তাবাদের পতাকা উচিয়ে রেখেছে আমি তাদের পাশে থাকতে চাই।