ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রেসক্লাব.

মুহাইমিনুল ইসলাম (হৃদয়):
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে ভূঞাপুর প্রেসক্লাব অবাঞ্ছিত ঘোষণা করে তার সকল কর্মাকান্ড বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু যে সব সভা সমাবেশে উপস্থিত থাকবে, সে সভা সমাবেশের সংবাদ প্রচার করা হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ভূঞাপুর প্রেসক্লাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রেসক্লাবের বিরুদ্ধ আচরণ করায় এবং প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সম্পর্কে প্রেসক্লাবে এসে আপত্বিকর মন্তব্য করায় তার বিরুদ্বে নিন্দা প্রস্তাব আনা হয়।
ক্যাপশন : ছবি: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু।
মোবাইল ০১৭৩৩২৯৪৯০৬
তারিখ -০৫/০৩/২০২৫