ধনবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন   |   রাজনীতি


টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারার কদমতলী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঝটিকা হোন্ডা শোঢাউন ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বীরতারা ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার(৫মার্চ)বিকেলে বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কদমতলী—ধনবাড়ী—কেন্দুয়া সড়ক সহ কদমতলী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সন্ধ্যায় দলীয় বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন— বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা মিলিটারি, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের নেতা মাহমুদুল কবীর পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বীরতারা ইউনিয়ন বিএনপির ফারুক হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আ: রাজ্জাক ছুতু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাহিদ আলম শামীম, ২নং ওয়ার্ড বিএনপি’র সম্পাদক মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন যুবদলের নেতা ফজলুল হক, আব্দুল হাই ফটিক, সোহেল তালুকদার, সাগর, মিলন আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা গত মঙ্গলবার(৪মার্চ) রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের ঝটিকা হোন্ডা শোঢাউনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা অরাজকতা ও নাশকতা করার লক্ষ্যে স্থানীয় ছাত্র লীগ কর্মী আখতারুজ্জামান শুভ, শাকিল রানাসহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সকল স্তরের  কর্মকর্তাদের জোরহস্তক্ষেপ কামনা করছি।

রাজনীতি এর আরও খবর: