গুইমারায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। জামায়াত ও আওয়ামী লীগের একাংশ মিলে বিএনপির বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত এমন অভিযোগ এনে সোমবার (৫ মে) বিকেলে গুইমারায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ইসলামি ব্যাংক এর সামনে প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে, গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ আলাউদ্দিন আরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মেম্বার, যুগ্ম সম্পাদক সালমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আইযুব আলী ডালিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম, উপজেরা ছাত্রদলের সভাপতি পারভেজ হোসেন।
সভয় বক্তারা বলেন, কেউ জামায়াত-আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির জনপ্রিয়তা দমন করতে পারবেনা। বক্তারা বলেন, ইদানিং গুইমারাতে জামাত এর কিছু নেতা কমীসহ জামায়াত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, বিশেষ করে জলিল নামের এক সাবেক শিবির নেতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার শুরু করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা এর বিচার চাই।”
বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপিকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।