রংপুরের বদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বলের পিতার ইন্তেকাল — সর্বত্র শোকের ছায়া

বদরগঞ্জ প্রতিনিধি
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের একনিষ্ঠ সদস্য উজ্জ্বলের শ্রদ্ধেয় পিতা আমির হোসেন চাচা আর নেই। তিনি আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আমির হোসেন চাচা একজন অতি সাধারণ, পরোপকারী এবং সমাজসেবী মানুষ ছিলেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই মানুষটির মৃত্যুতে বদরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার-পরিজনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে তার মৃত্যু গভীরভাবে অনুভূত হচ্ছে।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি,আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।