নবগঠিত খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক 'কে ফুল দিয়ে বরণ ও মিষ্টি বিতরন করেন গুইমারা উপজেলা ছাত্রদল

 প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন   |   রাজনীতি


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি  আরিফুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান'কে ফুলের মালা দিয়ে বরণ করেন গুইমারা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (২৬ মে) গুইমারার জালিয়াপাড়া বাজারের ফেনী সড়কের মাদ্রাসার পাশে "কাশেম হোটেল" উদ্বোধনী অনুষ্ঠানে যোগাদানের লক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে সফর সংঙ্গী হয়ে গুইমারায় আসেন জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

"কাশেম হোটেল" এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাফছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে গুইমারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক'কে ফুলের মালা দিয়ে বরণ এবং মিষ্টি বিতরন করেন। এতে গুইমারা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন, হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ এবং গুইমারা সদর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বিসহ আরও অনেক ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি এর আরও খবর: