রাজশাহীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আইজিপি মহোদয়ের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
আজ ০৯ এপ্রিল ২০২০ তারিখ, বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় আইজিপি মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রধান প্রধান ইউনিটের সাথে সংযুক্ত হোন। উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ।
আইজিপি মহোদয় জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সামাজিক দূরত্ব নিশ্চিতের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।