সলঙ্গায় মৃত্যুর ৩ মাস পর কবর থেকে মরদেহ উদ্ধার।

সলঙ্গায় মৃত্যুর ৩ মাস পর কবর থেকে মরদেহ উদ্ধার।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
মৃত্যুর ৩ মাস পর সিরাজগঞ্জের সলঙ্গা থানার বওলাতলা গ্রামের সুলতান (৪৫) এর গলিত মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উল্লাপাড়া দেওয়ান মওদুদ আহমেদ, সলঙ্গা থানার ওসি (তদন্ত) জাকেরিয়া, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সৌরভ হাসানসহ এলাকাবাসীর উপস্থিতিতে এ মরদেহ কবর থেকেও উত্তোলন করেন।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর /২১ বওলাতলার মধুর পুত্র সুলতান মাহমুদ ঘুড়কার বুদারচর উত্তরপাড়া পাকা রাস্তার উপরে মারা যান। তাকে স্থানীয় সলঙ্গা দিঘর কবরস্থানে দাফন করা হয়। পরে তার স্ত্রী ফাহিমা খাতুন এ ঘটনা নিয়ে গত ২৬ সেপ্টেম্বর/২১ সিরাজগঞ্জ আদালতে বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৪।
ওসি (তদন্ত) জাকেরিয়া জানান, উত্তোলনকৃত লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।