ছোট বোনকে টিকা দিতে এসে ভাই কিশোর গ্যাং' র হাতে আহত, থানায় অভিযোগ।

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন   |   আইন-বিচার



মোঃ ইমরান হোসাইন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ


 বরগুনার আমতলী উপজেলা স্বাস্হ্য কপ্লেক্সে গতকাল ১২ জানুয়ারী হামলার ঘটনাটি ঘটে বলে জানা যায়।


অভিযোগ সুত্রে জানা যায়, 

আমতলী উপজেলা স্বাস্হ্য কপ্লেক্সে গাজীপুর থেকে আসা স্কুল ছাত্রী করোনার টিকা দিতে আসে বড় ভাই এর সাথে।

 ওই স্কুল ছাত্রীকে টিকা দেয়ার জন্য লাইনে দাড় করানো নিয়ে ধাক্কা লাগে। ধাক্কা লাগার প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর ভাইকে সংঘবদ্ধ কিশোর গ্যাং তার ওপর হামলা করে।

আহত আবদুল্লাহ আল নোমান জানান,আমি গতকাল সকাল ১০.৩০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ছোট বোনকে নিয়ে টিকা দেয়ার জন্য তৃতীয় তলায় যাই

সেখানে হঠাৎ করে রোমান, শুভ সহ প্রায় ১২-১৫ জনের একটা সংঘবদ্ধ কিশোর গ্যাং আমার উপর হামলা করে, একপর্যায়ে গলায় রশি বেধেঁ ফাশ দিয়ে আমাকে কিল ঘুষি মারতে থাকে তখন আমার ছোট বোন আমাকে ছাড়াতে এলে তাঁকে ও লাঞ্চিত করে।

আমার উপর হামলার উপযুক্ত বিচার চাই।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,ঘটনার সময় উপস্থিত ছিলাম, দলে প্রায় ১০-১৫ জন হবে প্রথমে কিলঘুষি তারপর গলায় রশি দিয়ে বেধে বেধরক মারে

ঘটনাস্হলে উপস্হিত শিক্ষক, ছাএদের সামনে প্রকাশ্যে এভাবে মারধর করে কেউ ভয়তে এগিয়ে আসেনি আমি ডাক চিৎকার দিয়ে ছুটে গেলে কিশোরগ্যাংয়ের গ্রুপটি দ্রুত স্হান ত্যাগ করে পালিয়ে যায়।


আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

আইন-বিচার এর আরও খবর: