বড়াইগ্রামে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান, নাটোর ব্যুরোপ্রধানঃ
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা’ এই স্লোগানকে সামনে রেখে নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশে বড়াইগ্রাম থানা পুলিশ কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জোনাইল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন,জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন প্রমুখ,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, থানা হচ্ছে জনগণের সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার স্থল, মাদক, ছিনতাই, জঙ্গি কার্যক্রম, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।