বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ, রায় কার্যকরে বাধা নেই

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০২:১৯ অপরাহ্ন   |   আইন-বিচার


শামীম আহমেদ। 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন ইতিমধ্যে খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার কারাকর্তৃপক্ষের মাধ্যমে মাজেদ প্রাণ ভিক্ষার আবেদনটি করেন। এরপর প্রাণ ভিক্ষার আবেদনটি ঐ রাতেই খারিজ করে দেন রাষ্ট্রপতি। এর ফলে এ দণ্ড কার্যকরে আর কোনো বাধা রইল না। গতকাল রাতে প্রাণ ভিক্ষার বিষয়টি সকলকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

মাহবুবুল ইসলাম বলেন, ‘ফাঁসির সেলে থাকা বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ আমাদের (কারা কর্তৃপক্ষ) মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন।’


এদিকে গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মাজেদকে আনা হলে বিচারক হেলাল উদ্দিন চৌধুরী মাজেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পরোয়ানা জারি করেন। এরপর মৃত্যুদণ্ড পরোয়ানা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।


গত মঙ্গলবার দুপুরে মাহবুবুল ইসলাম বলেছিলেন, গত সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। এরপর গত মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছে। এখনো সে ওই সেলে আছে।

আইন-বিচার এর আরও খবর: