দীপন হত্যা মামলার রায় আজ

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৫ অপরাহ্ন   |   আইন-বিচার


নিজস্ব প্রতিনিধিঃ

‘জাগৃতি’ প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার রায় আজ। গত ২৪ জানুয়ারি মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এদিন (১০ ফেব্রুয়ারি) ধার্য করেন ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।

ঘটনার পাঁচ বছরের বেশি সময় পর আলোচিত এ হত্যাকাণ্ডের রায় হতে যাচ্ছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারকাজ শুরু হয়। রাষ্ট্রপক্ষে আসামিদের বিরুদ্ধে ২৬ সাক্ষীর মধ্যে ২৩ জন আদালতে সাক্ষ্য দেন।

মামলার আট আসামি হলেন– নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সৈয়দ জিয়াউল হক জিয়া (বরখাস্ত মেজর), আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম এখনো পলাতক। রাষ্ট্রপক্ষ এ মামলার শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আরজি জানায়।

নিহত দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক রায় দেখে তার প্রতিক্রিয়া জানাবেন জানিয়ে গতকাল গণমাধ্যমকে বলেন,‘রায়ের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। রায় দেখে তারপর প্রতিক্রিয়া জানাব।’

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নাম আসে।

পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, আনসার আল ইসলামের সামরিক কমান্ডারের দায়িত্বে থাকা জিয়ার পরিকল্পনা এবং নির্দেশেই দীপনকে হত্যা করা হয়। একই বছরে ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিত রায়সহ একাধিক ব্লগার, লেখক ও প্রকাশককে হত্যা কিংবা হত্যার চেষ্টা করা হয়। নিহত দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে। এ হত্যাকাণ্ডে দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন। 

আইন-বিচার এর আরও খবর: