"পুরুষ নির্যাতন আইন চাই"

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ০৫:৪১ অপরাহ্ন   |   আইন-বিচার


প্রতিবেদক-মোঃ রফিকুল ইসলাম 

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 

শেখ হাসিনার নিকট আমজনতার একটাই দাবী -

বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন চাই এবং সেটা দ্রুত

বাস্তবায়ন করা হোক ! 

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের

বিভিন্ন ধারার আইন রয়েছে ,যে আইনের

সুবিধা নিয়ে বিভিন্ন মহিলারা বা তাদেরকে

কাজে লাগিয়ে নিরীহ পুরুষদের এমনকি

নিজের স্বামীকেও অসাধু মানুষগুলো 

হয়রানি করাচ্ছে !

এতে করে শোষণ নিপীড়ন ও 

অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের নিরীহ শ্রেনীর অসহায় পুরুষেরা..

এই আইন না থাকার কারনে

শুধুমাত্র নির্যাতনেই শেষ নয়,খাটতে হচ্ছে জেল,গুনতে হচ্ছে মোটা অংকের জরিমানা.. 

বউ পরকীয়া করে ধরা পড়লেও 

অসহায় পুরুষ..

কারণ দেশের সর্বোচ্চ আইনে সে কোন বিচার পাবে না..

 বিশেষ করে মধ্যবিত্ত, 

নিম্ন মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণির 

পুরুষরা এ নির্যাতনের স্বীকার হচ্ছে ! 

সুতরাং নারী ও শিশু নির্যাতন আইনের

পাশাপাশি পুরুষ নির্যাতন আইন এখন

সময়ের দাবী  !

আইন-বিচার এর আরও খবর: