ফরিদপুরের ভাঙ্গায় মানিকদহ ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ২০।

আবুল আল হাচান,সদরপুর প্রতিনিধি৷
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ১ জন নিহত হয়, আহত দুই পক্ষের অন্তত ২০ জন। নিহত ওই ব্যাক্তির নাম শহিদ মাতুব্বর, সে পেশায় কৃষক।
জেলা পুলিশের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম জানান, ওই গ্রামের শাহজাহান মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
এতে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে শহিদ মাতুব্বর গুরুতর আহত হন। তাকে উদ্বার করে পার্শ্ববর্তী সদরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও ওই গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।