শৈলকুপায় মহা সড়কের মহাসড়কের বেহাল দশা।

 প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১২:১০ পূর্বাহ্ন   |   থানার কথা


সম্রাট  হোসেন, শৈলকুপা উপজেলা সংবাদদাতা 


ঝিনাইদহ  কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার বড়দাহ ব্রিজ থেকে দুধসর উত্তর পড়া পর্যন্ত ২ কি.মি রাস্তা ভেঙ্গেচুরে অধিক অংশ জায়গা চলাচলের অযগ্য হয়ে গেছে। বছরে পর বছর রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকা নষ্ট করলেও রাস্ত ব্যবহার কারিরা কোন সুবিধা পায়না৷ সকালে মেরামত করলে বিকালেই নষ্ট হয়ে যায়। ভাঙ্গাচুরা রাস্তার জন্য প্রায় এই রাস্তায় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মোটর সাইকেল, মাহিন্দ্র, নসিমন ও ব্যাটারি চালিত ইজিবাইক গুলো বেশি দূর্ঘটনার শিকার হয়। রাস্তার এই বেহাল দশা কবে  কাটবে তা কেও জানেনা।তবে এলকার অনেক পরিবহন চালক নাম (প্রকাশে অনিচ্ছুক) প্রতিবেদক জানান যে, প্রতিবার সংষ্কারের সময় পিচের বদলে পুড়া মবিল ব্যবহার করে এবং দায়সারা কাজ করে তারা চলে যায়।

থানার কথা এর আরও খবর: