রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন   |   রাজধানী


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে পৃথক পৃথকভাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেলে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহত বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।


প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন 

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।


এদিকে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে  বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা যুবলীগ। লক্ষীপুর বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে বেলুন উড়িয়ে জেলা যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে বের করা বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।


কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

রাজধানী এর আরও খবর: